বাংলাদেশ প্রিমিয়ার লীগের নতুন আসর শুরু হচ্ছে আজ বুধবার থেকে। প্রথম দিনে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে উত্তর বারিধারা। লীগের ১২তম আসরে প্রিমিয়ার লীগের ভেন্যু হিসেবে অভিষেক হবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামের।
এবারো ১৩ দলের অংশগ্রহনে ডাবল লেগ পদ্ধতিতে হবে আসন্ন পেশাদার লিগ ফুটবল। শিরোপার লড়াইয়ে অন্যদের চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী।
উৎসব হয়ে গেছে শেষ, তবে এখনও রয়ে গেছে রেশ। দিন দুয়েক আগেই ফেডারেশন কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বনেছে বসুন্ধরা কিংস। ট্রফি জয়ের তৃপ্তিটা থাকতে থাকতেই মাঠে নেমে পড়তে হচ্ছে আরও একটা শিরোপা ধরে রাখার লড়াইয়ে। এবারকার মিশন আরও বড়, লক্ষ্য বিপিএলের ব্যাক টু ব্যাক টাইটেল।
চলতি বছর বিপিএলে অংশ নিচ্ছে মোট ১৩ দল। ডাবল লেগ। সবাই তাই খেলবে ২৪ টা করে ম্যাচ। রেলিগেইশনে পড়বে টেবিলের সব চেয়ে নিচের দল।
করোনায় কমেছে ভেন্যুর সংখ্যা। সব মিলিয়ে এবারের বিপিএল হবে ৪টা মাঠে। ১৩ দলের ৭ টাই গোম গ্রাউন্ড করেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। সব চেয়ে বেশি ম্যাচ তাই এখানেই। ভেন্যু আছে এছাড়াও আরও ৩ টা। সবগুলোই ঢাকার কাছে। টঙ্গীর সাথে খেলা হবে কুমিল্লা আর মুন্সিগঞ্জে। প্রতিটা ভেন্যুরই হোম দল ২ টা করে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরেও তাই খেলা হবে বেশ।
চলতি আসরটা বিপিএলের ১৩ নম্বর। সব চেয়ে বেশি ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ৩ টা ট্রফি আছে শেখ জামালের। ১ বার করে চ্যাম্পিয়ন শেখ রাসেল আর বসুন্ধরা কিংস।
ঐ ট্রফিটা ওরা জিতেছে গেল বছরই। শেষ পাচ বছরে বাকি চারটা ট্রফি ভাগাভাগি করেছে শেখ জামাল আর ঢাকা আবাহনী। এবারও ট্রফি জয়ে বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানাবে ঢাকা আবাহনী। নামে-ভারে আর শক্তিমত্তায় ওরা কাছাকাছি। বাকিরা বেশ পেছনে।