টাঙ্গাইলের সদরে বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন শ্রমিক।
মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুরে পাঁচ শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খুঁড়ে কুয়া তৈরি করছিলেন। এ সময় শ্রমিকরা প্রায় ১৩ থেকে ১৪ ফুট মাটি খুঁড়ে নিচে নামেন। পরে ওপর থেকে মাটি ধসে তাদের ওপরে পড়ে। এতে আনন্দ পাল ও নিধন পাল মাটিচাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি সরিয়ে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নিরাপত্তা নিশ্চিত না করেই সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছেন।
খুলনা গেজেট/ এস আই