কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব বিশ্বাস (৪৮)। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন তিন যুবক।
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ যায় শিক্ষক রাকিব বিশ্বাসের। আর আহত অবস্থায় তিন যুবক এখন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাকিব বিশ্বাস মাগুরা শহরের কলেজপাড়ার শামসুল হকের ছেলে বলে জানা গেছে। আহত ৩ যুবকের নাম-পরিচয় পুলিশ এখনো বলতে পারেনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টেডিয়ামপাড়া এলাকা থেকে মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাকিব। এ সময় স্টেডিয়ামপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত আহত হন শিক্ষক আব্দুর রাকিব। তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখন মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে।