মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ ২১ ফেব্রুয়ারি সকালে সেখানে কলেজ শিক্ষকরা ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।
কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুর্বৃত্তরা এটি রাতের আধারে ভেঙে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি।
এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মাণে ৩টি পিলারে মোট ৬টি ৮ মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হয়েছেন। সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান।
খুলনা গেজেট/এনএম