মাগুরায় অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২৮ মে) দুপুরে শহরের ভায়না, সরকারি কলেজ রোড, ঢাকা রোড, নতুন বাজার, স্টেডিয়ামগেটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় শহরের ভায়না রোকেয়া প্রাইভেট হাসপাতাল, একতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, নিরাময় প্রাইভেট হাসাপাতাল, রিফাত ফার্মেসি, শাহানা মেডিকেল সাভির্সেস, অরো ডেন্টাল কেয়ার, সুখী নীলগঞ্জ প্রজেক্ট স্বাস্থ্যসেবাসহ সাতটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
মাগুরা জেলা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারা দেশের মতো মাগুরা জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেসব হাসপাতালের লাইসেন্স নেই, ওষুধ ফার্মেসিতে ড্রাগ নিবন্ধন নেই, সেসব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
নিবন্ধন পেলে প্রতিষ্ঠানগুলো মালিকরা পুনরায় চালু করতে পারবেন বলে জানান তিনি।