খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

মাগুরার শালিখায় আ’লীগ কর্মী খুন, আহত ১৫

যশোর প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে রাজনৈতিক দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ওয়াহিদার রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার কুশখালী গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

যশোর হাসপাতালে চিকিৎসারতরা হলেন, নিহত ওয়াহিদার রহমানের ভাই গোলাম সরোয়ার (৬৫), গোলাম সরোয়ারের ছেলে সোহাগ (২০), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৫) ও ইনসার মোল্লার ছেলে হাসান মোল্লা (২০)।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার আব্দুর রশিদ জানিয়েছেন, আহতদের মধ্যে গোলাম সরোয়ারের অবস্থা গুরুতর। তাদেরকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওয়াহিদার রহমানের মৃত্যু হয়েছে। অধিক রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি ও তাদের স্বজনরা অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। র্দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের সাথে তাদের বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে শনিবার রাত ৮টার দিকে চতুরবাড়িয়া বাজারে হঠাৎ করেই পল্লী চিকিৎসক সাখাওয়াত, মান্নান মেম্বর, টিপু, তোতা, রাসেল, মোতাহারসহ ২০/২৫জন অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বাজারে উপস্থিত লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে। আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!