খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মিরাজ-মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচটা ভালো যায়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় ৩০০ ছুঁইছুঁই স্কোর গড়েও জয়টা পাওয়া হয়নি বাংলাদেশের। বোলিং ব্যর্থতায় সেদিন বৃথা যায় তিন ফিফটিতে বাংলাদেশের গড়া ২৯৪ রানের স্কোর। সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে ফর্ম ফিরে পাওয়ার চ্যালেঞ্জ।

সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

সিরিজ বাঁচানোর এই ম্যাচে বিশেষ নজর থাকবে ইনফর্ম অলরাউন্ডার এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ওপর। প্রথম ম্যাচে ব্যাট হাতে রেকর্ড করেছিলেন অধিনায়ক মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে করেছিলেন ৭৪ রান। পেছনে ফেলেছেন ২০১৪ সালে মুশফিকুর রহিমের করা ৭২ রান।

এবার তার সামনে বল হাতে রেকর্ড গড়ার সুযোগ। রেকর্ডের অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারের জন্য মাইলফলকের লক্ষ্যমাত্রা অবশ্য মিরাজের চেয়ে কিছুটা সহজ।

মিরাজের দরকার ৩ উইকেট
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক লড়াইয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি বিন মর্তুজা এবং কেমার রোচ। দুইজনেই পেয়েছেন ৩০ উইকেট। তবে তাদের কেউই এই সিরিজে নেই। তিনে থাকা মুস্তাফিজও (২৮ উইকেট) নেই এই সিরিজে। মিরাজের আজ দরকার ৩ উইকেট।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ উইকেট পেলেই দ্বিপাক্ষিক লড়াইয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন মিরাজ। ৪ উইকেট পেলে এককভাবে শীর্ষে চলে যাবেন এই স্পিনার।

মাহমুদউল্লাহর ১ ছক্কার অপেক্ষা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল। এমন তথ্যে অবাক হওয়ার কিছু নেই। মারকুটে ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই খ্যাত পেয়েছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। বাংলাদেশের বিপক্ষে ২০ ছক্কা আছে তার। তবে মাহমুদউল্লাহ রিয়াদ পিছিয়ে আছেন কেবল ১ ছক্কার জন্য।

আগের ম্যাচে ৩ ছক্কা হাঁকানো রিয়াদ আজ একটি ছক্কা হাঁকালেই যৌথভাবে এই দ্বৈরথের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটার হবেন। ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে এর আগে ১৯ ছক্কা আছে তার। এই তালিকায় ১৪টি করে ছক্কা আছে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ এবং বাংলাদেশের সৌম্য সরকারের।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!