খানজাহান আলী থানার মহেশ্বরপাশা খানাবাড়ী ব্যস্ততম সড়কের পাশে ১১ হাজার ও ২২০ ভোল্টের ঝুঁকিপুর্ণ ১টি বৈদ্যুতিক খুঁটি। খুঁটিটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এলাকাবাসীর দাবি দ্রুত খুঁটিটি অপসারণ করে নতুন খুঁটি পুনঃস্থাপনের।
নগরীর ফুলবাড়ীগেট এফআইডিসি ফিডারের আওতায় মহেশ্বরপাশা খানাবাড়ী পুরাতন টিটি কলেজ রোডের মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ ফয়সাল হোসেনের বাড়ীর পশ্চিম পার্শ্বে ব্যস্ততম সড়কের পাশে ১১ হাজার ও ২২০ ভোল্টের একটি বিদ্যুতের খুঁটি সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। খুঁটির গোড়ায় মরিচা পড়ে নষ্ট হয়ে সড়কের পাশে কোন রকমভাবে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন বিপদজনক হয়ে পড়েছে এলাকাবাসী ও পথচারীদের জন্য। যে কোন মূহুর্তে খুঁটিটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদ্য ঘোষিত কমিটির সদস্য মোঃ ফয়সাল হোসেন বলেন, বিদ্যুতের খাম্বাটি হেলে পড়ায় অনেক আগেই খাম্বার সাথে দুটি টানা দিয়েছিলো বিদ্যুৎ বিভাগ। খাম্বাটির গোড়ায় মরিচা পড়ে প্রায় সম্পুর্ণ অংশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। কোন রকমভাবে দাড়িয়ে থাকা খাম্বাটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ে প্রাণহানির আশংকা রয়েছে।
তিনি বলেন, বিদ্যুতের মতো গুরুত্বপুর্ন বিষয় নিয়ে কোন ধরণের অবহেলা করা ঠিক হচ্ছে না সংশ্লিষ্ট বিভাগের। জরুরি ভিত্তিতে বিষয়টি সমাধানে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট দপ্তর এগিয়ে আসবে এমনটাই এলাকাবাসীর দাবি।
ফুলবাড়ীগেট এফআইডিসি ফিডারের ইনচার্জ ইঞ্জিনিয়ার মোঃ হাসান বিদ্যুতের খুঁটিটি ঝুঁকিপুর্ণ স্বীকার করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ক্ষতিগ্রস্থ খুঁটিটি পুনঃস্থাপনের জন্য ঠিকাদার নিয়োগও দেওয়া হয়েছে কিন্তু পার্শ্ববর্তীদের অসহযোগিতার কারণে খাম্বাটি বসানো যাচ্ছে না।
তিনি বলেন, খাম্বাটি ঝুঁকিপুর্ণ বিবেচনায় আমি নিজেও কয়েকবার ঘটনাস্থলে গিয়ে খুঁটি বসানোর জন্য স্থানীয়দের সাথে আলোচনা করে ব্যর্থ হয়েছি। স্থানীয়দের সহযোগিতা পেলে যে কোন সময় বিদ্যুতের নষ্ট হয়ে যাওয়া খুঁটিটি বসানো সম্ভব।
খুলনা গেজেট/এনএম