খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই
  মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির
  আজ সব ব্যাংকে লেনদেন বন্ধ

মহিষাসুরমর্দিনী দূর্গা

সন্দ্বীপ কুমার ঘোষ

শারদ সন্ধিক্ষণে দশভুজার আগমনী বার্তায়

আনন্দে পুলকিত আজ ধরণীতল !
অকাল বোধনে হবে মায়ের পূজা
খুশির জোয়ারে ধরণী ভাসছ উত্তাল !!

শরতের শিশির সিক্ত শুভ্র প্রভাতে
বসবে পূজা নিখিল ধরণীর মণ্ডপে মন্ডপে
চলছে তোড়জোড় এ শরৎ লগনে !
আধ্যাশক্তি মহা মায়ার মহতী স্তুতি অর্চ্চনে।।

মহাষষ্ঠীর পূর্বারম্ভে হবে মায়ের অকাল বোধন
হৃদয় টাকে পবিত্রতায় করবো শোধন !
সপ্তমী অষ্টমী নবমীতে আড়ম্বরে হবে পূজা
আসবে নেমে ধরায় মহিষাসুরমর্দিনী দশভুজা।।

আসছে রানী পার্বতী ভোলানাথের ঘরনি !
আসবে দোলায় চড়ে জগৎ জননী হেলেদুলে
বিপদনাশিনী মায়ের মৃন্ময়ী চরণে করবো পূজা
ভক্তির আভারণে মুড়ে নয়ন জলে ফলে ফুলে !!

শির অবনত করে করবো প্রনাম —————
করুণাময়ী মায়ের রাতুল চরণে !
কল্যাণ নেবো আশীষ নেবো সবাই
অঞ্জলি দেবো হৃদয়ের মনস্কামনা পূরণে।।

মহাদশমী তে মা বিদায় নিয়ে ————
ফিরে যাবে হিমালয়ে ভোলানাথের তরে !
ফি-বছর চিন্ময়ী মা আসবে ফিরে
মৃন্ময়ী রূপে ত্রিভূবণের মাটির ঘরে।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!