খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম। পরবর্তীতে এ কাজ এগিয়ে নেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। এদেশে নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তিনিই প্রথম নারীকে পুলিশ, বিডিআরসহ সব জায়গায় অংশগ্রহণের অধিকার দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার আমলে নারীর ক্ষমতায়ন ব্যাপক পরিসরে করা হয়। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনিই মেয়েদের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করে দিয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে সোনাডাঙ্গা থানার নবনির্বাচিত ৭টি ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, ৩১ দফায় নারীর ক্ষমতায়নের কথা বলা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীর ক্ষমতায়ন সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। নারীরা যেভাবে শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাচ্ছে। আগামী দিন হবে নারীদের। সে লক্ষ্যে মহিলা দলকে আরো বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে।
সোনাডাঙ্গা থানা মহিলা দলের আহবায়ক মুন্নী জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা। থানা মহিলা দলের সদস্য সচিব এড. কামরুন্নাহার হেনার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সোনিয়া আক্তার, সিনথিয়া, লাজিজা সুলতানা, মনোয়ারা সুলতানা, বিউটি, নাছিমা, রানী বেগম, নিলুফার ইয়াসমিন, রীমা আক্তার, নাজমা বেগম, পুতুল, তহমিনা, ইয়াসমিন, রীনা আক্তার, লাকি আজমেরী, শাহিদা, রেশমি, লিলি, রুবিনা, নাছরিন প্রমূখ।
খুলনা গেজেট/ টিএ