খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ইসলামের অবমাননার প্রতিবাদ ও বিশ্বমুসলিম উম্মার কাছে ফ্রান্স সরকারের ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার আয়োজনে স্থানীয় বাসটার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা সামাদ শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

জামি‘আ এমদাদিয়া তালীমূল কোরআন মাদ্রসার মুহতামিম পীরে কামেল অজীহুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওঃ জিয়াউর রহমান, হাফেজ গোলাম মোস্তফা, মাওঃ কাশেমুল ইসলাম, মাওঃ আমিনুর রহমান, হাফেজ মাওঃ আব্দুল গফুর, মাওঃ শাহাজান হোসেন, ক্বারী আব্দুল আজিজ, মাওঃ আবু হানিফ, মুফতি আব্দুল আলিম, আবুল খায়ের, মুফতি ফয়জুল্লাহ, হাফেজ মাওঃ আবুল কালাম, মুফতি জহিরুল ইসলাম, হাফেজ মাওঃ হেলাল বীন মুনসুর, মাওঃ আব্দুর রহিম, হাফেজ মোকলেছুর রহমান, মাওঃ আব্দুস সবুর সাইফি, মুফতি আতিকুর রহমান, মুফতি হামিদুর রহমান, মুফতি আনোয়ার হোসেন, মাওঃ আবু বক্কার, আজিজ বীন আব্দুল হক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা ফ্রান্সের তৈরী সকল ধরণের পণ্য বর্জন ও বাংলাদেশের সাথে কুটনৈতিক সম্পর্ক নষ্ট করার জোর দাবি জানান। যদি কোন ব্যক্তি নবী-রাসূলদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটুক্তি না করতে পারে এজন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তির বিধান রেখে সংসদে আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যতদিন ফ্রান্স সরকার তার এ কৃতকর্মের জন্য বিশ্ব দরবারে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত সারাদেশে প্রতিবাদ ও সমাবেশ অব্যাহত রাখবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

সমাবেশ শেষে সারা-বিশ্বের মুসলমানদের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতা যৌথভাবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্বারকলিপি প্রদান করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন যানবাহন ও পায়ে হেটে ফেস্টুন, প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ স্থলে হাজির হন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!