সাতক্ষীরার তালায় বিশ্বনবী, শ্রেষ্ঠনবী ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে উত্তাল হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন বিভিন্ন ইসলামী সংগঠন। বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছেন ওলামা পরিষদ, হাজী ফাউন্ডেশন, ইসলামী আন্দোলন এবং তালা উমুল কাসেমুল মাদ্রাসাসহ শত শত মুসল্লি।
রবিবার জোহর নামাজ বাদ তালা কাসেমুল মাদ্রাসা প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ তাওহীদুর রহমানের এর সঞ্চালনায় বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হযরত মাওলানা সামছুজ্জামান, ওলামা পরিষদের সেক্রেটারী আজগর হোসেন, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।
সমাবেশে ইসলামের অবমাননার জন্য বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ফ্রান্স সরকার ক্ষমা চাওয়াসহ সরকারিভাবে ফ্রান্সের পন্য বয়কট করার ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া ফ্রান্স সরকার কর্তৃক ক্ষমা না চাইলে লং মার্চ করার হুসিয়ারী উচ্চারণ করা হয়। অন্যথায় আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে জানায় বক্তারা।
খুলনা গেজেট/এনএম