বাংলাদেশ বেসামরিক মহাকাশ অনুসন্ধানসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ রোববার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চুক্তিটি সই হলে আমরা বিস্তারিত জানাতে পারব।’
তিনি বলেন, ভবিষ্যৎ বিনিয়োগের কথা মাথায় রেখে দ্বিপক্ষীয় বৈঠক, সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে।
আশিক মাহমুদ বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক বয়ান ঠিক করতে হবে এবং ব্যবসা সহজ করার জন্য অভাবনীয় উন্নতি আনতে হবে।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর বিভিন্ন দিক তুলে ধরতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সংস্থা ইউএনবির তথ্য অনুযায়ী, আগামীকাল শুরু হতে যাওয়া সামিটে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও শীর্ষ নির্বাহীরা অংশ নেবেন। এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের পরিবর্তন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আশিক মাহমুদ বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এই সামিট শুধু বিনিয়োগ সুযোগ তুলে ধরবে না, বরং একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর কথাও জানাবে।’
তিনি আরও বলেন, ‘সামিট ২০২৫ হবে একটি মাইলফলক, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব নীতিমালা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে।’
চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিনিধিদলসহ বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা সামিটে যোগ দেবেন।
খুলনা গেজেট/ টিএ