খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
কোভিড-১৯ কেড়ে নিলো লাখো ভক্তের উচ্ছ্বাস

মহাকবি মাইকেলের ১৯৮তম জন্মবার্ষিকী পালিত

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে মঙ্গলবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে তার আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে মধু জন্মোউৎসব শেষ হলো।

বিকালে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লীতে স্থাপিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, সাগরদাঁরির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন প্রমুখ।

এরপরে মধুকবির জীবনীসহ তাঁর সাহিত্যের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। উপস্থিত কবি প্রভাষক তাপস মজুমদার বলেন, কোভিড-১৯ কেড়ে নিয়েছে লাখো মধু ভক্তের উচ্ছ্বাস আনন্দ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!