খুলনা নগরীর আটরা-গিলাতলা ইস্টার্ন গেট এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিন জন নিহতের ঘটনার ৫ নং আসামি কবির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার ( ৬ জুন) খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে যশোরের শার্শা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আসামি কবির শেখ ওরফে হুমায়ুন কবীর (৫০) খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার মৃত: হাসান আলী শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল।
পুলিশ জানায়, কবির শেখের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। হত্যায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টাসহ মামলাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, মশিয়ালী আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক মো. জাকারিয়া সভাপতি পদে পরাজিত হন। এ ঘটনার জের ধরে স্থানীয়দের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়। ঘটনাস্থলে তিনি ও তার ছোট ভাই জাফরিন এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। এ ঘটনায় মশিয়ালী এলাকার মৃত মো. বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) ও একই এলাকার মো. ইউনুস আলীর ছেলে গোলাম রসুল (৩০) ঘটনাস্থলেই মারা যান। মো. সাইদুল শেখের ছেলে মো. সাইফুল ইসলামকে (২৭) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেকে) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/ এস আই