খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

মশিয়ালির ট্রিপল মার্ডারের চার্জশিটে ২২ আসামি

নিজস্ব প্রতিবেদক

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালি এলাকায় ট্রিপল মার্ডারের চার্জশিট দাখিল হয়েছে। সোমবার আলোচিত এ মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়াসহ ২২ জনকে আসামি করে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর রাধেশ্যাম। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবির ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তার বড় ভাই শেখ মিলটন, তার ছোট ভাই মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি শেখ জাফরিন হাসান, জাকারিয়ার চাচাতো ভাই রেজওয়ান শেখ রাজু ও জাহাঙ্গীর, জাফরিনের শ্যালক আরমান হোসেন, রহিম আকুঞ্জিসহ ১৫ জন গ্রেপ্তার এবং ৭ জন পলাতক রয়েছে। গ্রেপ্তার হওয়া ১৫ জন আসামির মধ্যে ১১ জন বিভিন্ন সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

পুলিশ জানায়, বিরোধের জের ধরে ২০২০ সালের ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় শেখ জাকারিয়া ও তার সহযোগীদের গুলিতে ৩ জন নিহত ও ৭ জন আহত হন। নিহতরা হলেন পাটকল শ্রমিক নজরুল ইসলাম, দিনমজুর গোলাম রসুল ও কলেজ ছাত্র সাইফুল ইসলাম। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনার ২ দিন পর ১৮ জুলাই নিহত সাইফুল ইসলামের বাবা মোঃ শহীদুল ইসলাম বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫/১৬ জনকে আসামি করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!