বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৮৮ ওভারে ২৭২/৬ (মিরাজ ৫৩*, লিটন ৬৬*) জুটির রান: ১১৭ (২৩৫)
আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪, মিথুন ১৫, মুশফিক ৫৪
ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।
ব্যাটিং করতে হতো এভাবেই!
বল ব্যাটে আসছে খুব সহজে। সমান বাউন্স। উইকেটে বিশ্বাস রাখা যাচ্ছে সহজেই। এমন উইকেটে ব্যাটিং হতে হয় দ্যুতিময়। যেমনটা লিটন ও মিরাজ করে দেখালেন। মধ্যাহ্ন বিরতি থেকে চা-বিরতি পর্যন্ত দুইজনের ব্যাটিং দেখে মনেই হয়নি বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা ছিল একেবারেই হতশ্রী। এ সেশনে ২৭ ওভারে ৯১ রান তুলেছে বাংলাদেশ। কোনো উইকেট হারায়নি। রান রেট ছিল ৩.৩৭। এ সময়ে লিটন ও মিরাজ দুইজনই পেয়েছেন ফিফটি। প্রথম ছয় ব্যাটসম্যানই নিজেদের উইকেট `অত্যাহত্যা’ দিয়েছেন। অথচ মিরাজ ও লিটনের ব্যাটিং কতটা নিখুঁত, দায়িত্বশীল। ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের জবাবে ব্যাটিং করতে হতো এভাবেই।
মিরাজের আরেকটি দ্যুতিময় ইনিংস
চট্টগ্রামের ব্যাটিং ফর্ম ঢাকায় অব্যাহত রেখেছেন মিরাজ। ডানহাতি ব্যাটসম্যান পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটির স্বাদ। ৮৫তম ওভারে গ্যাব্রিয়েলকে আপার কাটে চার মেরে ৪৪ থেকে ৪৮ রানে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। পরের তিন বল ডটের পর শেষ বল লেগ সাইডে দারুণ ফ্লিক করে ৩ রান আদায় করেন। তাতে পৌঁছে যান মাইলফলকে। ১১২ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পান মিরাজ। চট্টগ্রামের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। এবার পারবেন কী মিরাজ?
খুলনা গেজেট/এনএম