খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

মদীনাওয়ালা

মোঃ মামুন হোসেন

দুরন্ত বাড়ন্ত এক কিশোর
নাম তাহার “আহমদ ;
কোন সে বাদশাহ তুমি
প্রিয় নবী ” মোহাম্মদ ‘।

আসলে তুমি নূর নিয়ে
পূর্ণিমার চাঁদ হয়ে,
যখন এ পৃথিবীটা …
আঁধারে গেছে হারিয়ে।।

ডুবে গেছে সব
পাপের সাগরে নিমজ্জিত ;
তোমায় পেয়ে ধন্য হলাম
খুশিতে মন সজ্জিত!

এলে নিয়ে কোন সে বানী
হেদায়াতের সে পন্থা ;
দেখিয়ে গেলে পথের সন্ধান
সত্যের আলোর দিশা।।

তোমার মুখের সেই মধু সুর
হ্রদয়ে জাগরিত করে,
তোমার নামের সেই দুরুদ
অন্তরে শিহরিত করে।

তোমার অপেক্ষায় জিন-পরী
পড়ে দুরুদ সালাম!
তোমারই নাম এখনও লেখা
লওহে পাক কালাম।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!