খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

মদ খাওয়ার অনুমতির বিরুদ্ধে হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

গে‌জেট ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘কোরআন ও ইসলাম যেহেতু মদকে নিষিদ্ধ করেছে, আমাদের উচিত সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা।’

দেশে মদ বিক্রি ও পান নিয়ে সরকারের নির্দেশনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘কোরআন ও ইসলাম যেহেতু মদকে নিষিদ্ধ করেছে, আমাদের উচিত সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা।’

শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির কেন্দ্রীয় এই নেতা। সেই সঙ্গে দ্রুত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমালে আন্দোলন শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ প্রণয়ন করেছে সরকার। সেখানে বলা হয়েছে, ২১ বছরের নিচে কোনো ব্যক্তিকে মদ পানের অনুমতি দেয়া যাবে না। এর বেশি বয়সী যে কেউ অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে মুসলিমদের ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর পদমর্যাদার কোনো ডাক্তারের সার্টিফিকেট প্রয়োজন হবে।

এই নির্দেশনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ইসলাম মদকে হারাম করেছে। শেখ মুজিবুর রহমান দেশে মদ নিষিদ্ধ করেছিলেন। আর এই সরকার তা হালালের চেষ্টা করছে। মতিয়া চৌধুরী ২০১৮ সালে সমাবেশে বলেছেন, বিএনপি মদের লাইসেন্স দিয়ে যুব সমাজকে ধ্বংসের পাঁয়তারা করছে। আর আপনি কি ২১ বছরের সন্তানদের মদের লাইসেন্স দিয়ে তাদের চরিত্রকে উত্তম করার চেষ্টা করছেন?’

মদ বিক্রির অনুমতির বিরুদ্ধের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোরআন ও ইসলাম যেহেতু মদকে নিষিদ্ধ করেছে, আমাদের উচিত সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা।’

এ সময় গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সফর ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার আলেমদের মুক্তি দাবি করেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, ‘প্রতি মাসে গ্যাস ও তেলের দাম বাড়ছেই। পানি ও চালের দাম বাড়ানো হচ্ছে। মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে সেই চিন্তা সরকারের নেই।’

ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভারত বোরকা, ‘হিজাব নিষিদ্ধ করেছে। সেখান থেকে ইসলামকে বিদায় দেয়ার চক্রান্ত করছে।’

হিজাব পরায় বিধিনিষেধ বাতিল না হলে দেশটির অভিমুখে যাত্রার হুমকিও দেন ইসলামী আন্দোলনের এই নেতা। বলেন, ‘যদি ভারত সরকার হিজাব পরায় বিধিনিষেধ না তুলে নেয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে ভারতের দিকে অভিযান চালাব।’

কর্ণাটকের উদুপি জেলায় একটি সরকারি কলেজে ৩১ ডিসেম্বর পোশাক নিয়ে বিধিনিষেধ দেয়া হয়। এতে মুসলিম ছাত্রীরা ক্লাস চলাকালে হিজাব বা নেকাব পরে থাকতে পারবেন না বলে জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিনই প্রতিবাদ করেন ছয় শিক্ষার্থী। সময়ের সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। হিজাব পরার পক্ষে-বিপক্ষে বিক্ষোভ অনেক জায়গাতেই সহিংস রূপ নেয়।

হিজাব নিয়ে বিতর্ক তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে। এই ইস্যু এখন গড়িয়েছে আদালতে।

মদ নিয়ে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘আপনারা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর এ দেশের মমিনরা বসে থাকবে এটা ভাবলে চলবে না। আল্লাহপাকের বিধান ধরে রাখার জন্য এ দেশের মানুষের রক্ত ঝরবে, জীবন দেবে।’

দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ভারতে হিজাবের ওপর বিধিনিষেধে আপনারা নিন্দা জানান। মদের লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার চাইছে মুদি দোকানের মতো মদ বিক্রি হবে।  আমরা মুসলমানরা সেটা হতে দেব না।’

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!