মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছড়াছড়ির অংশ হিসেবে আওয়ামীলীগের নৌকার প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৯৪, সাধারণ সদস্য পদে ৬০৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সূত্রে জানাযায়, মঙ্গলবার (২ নভেম্বর) প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। অনেকটা উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা স্ব স্ব রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী ছাড়াও প্রায় সবকটি ইউনিয়নে আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে উপজেলার ১৬টি ইউনিয়নে বিএনপিসহ অন্যান্য দলীয় সমর্থিতরা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৮ নভেম্বর।
খুলনা গেজেট/ এস আই