যশোরের মণিরামপুর উপজেলা এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে পাঁচশ’ কেজি নিষিদ্ধ পলিথিন ভর্তি পিকআপসহ দু’জনকে আটক করেছে। শনিবার (৮ জানুয়ারি) সকালে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মণিরামপুর মোলাম মিয়ার বটতলা থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় শনিবার বিকালে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামনুর মোল্লা সোহান বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। উদ্ধারকৃত পলিথিনের ওজন ৪৯৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কয়েকটি বস্তায় পলিথিন ভর্তি করে পিকআপে বোঝাই দিয়ে দু’জন মণিরামপুরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার মোলাম মিয়ার বটতলায় হাশেম আলী গাজীর বাড়ির সামনে পিকআপটি আটক করে।
এসময় পুলিশ দু’জনকে আটক করে। আটককৃতরা হলেন, মণিরামপুরের পাড়দিয়া দফাদারপাড়ার শহিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন ও শেখপাড়া খানপুর গ্রামের নূর ইসলামের ছেলে রিয়াদ হোসেন।
এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, পলিথিন আটকের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
খুলনা গেজেট/ এস আই