মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে অন্তত ১’শ ৩০ জন প্রার্থী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে ১৬ জনকে নৌকা প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
অপরদিকে মণিরামপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার (২১ অক্টোবর) পর্যন্ত চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত আসনে ৮১ জন এবং সাধারণ সদস্য পদে ৩০৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ বজলুর রশীদ।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ৮’শ ৮২ জন। নারী ভোটর রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ১’শ ৫৩ জন।
জানাযায়, উচ্চ আদালতের রায়ে উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ইউপি নির্বাচনের সাথে না হয়ে বিলম্বে হওয়ায় ওই ইউপির মেয়াদ পূর্ণ হওয়ার পর পৃথকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ এস আই