যশোরের মণিরামপুরে কোভিড-১৯-এর সংক্রমণে ফুঁসফুঁসজনিত রোগ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেসপিরেটরি এক্সারসাইজার্স মেশিন বিতরণ করেছেন। তার নিজস্ব ও উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এ মেশিন প্রদান করেন। মেশিন বিতরণকালে প্রজেক্টরের সাহায্যে এটির ব্যবহারবিধি বোঝাতে প্রশিক্ষণ দেয়া হয়।
রবিবার (৭ নভেম্বর) উপজেলার সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ মেশিন ও ক্রীড়া সামগ্রি বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর টিসার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শাহিনুর আক্তার, সহকারি শিক্ষা অফিসার পলাশ কান্তি হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহিনুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জামাল হোসেন খান, প্রধান শিক্ষক সাহেদ আলী, রমারাণী দাস প্রমূখ।
খুলনা গেজেট/ টি আই