খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

মণিরামপুরে মাদ্রাসা শিক্ষক হত্যার ঘটনায় ৫ আসামীর আদালতে আত্মসমার্পণ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে জমির বিরোধ নিয়ে সহোদর ও ভাইপোদের হামলায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সাত্তার নিহত হওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলার ৫ আসামী ঘটনার ১০ দিন পর আদালতে আত্মসমার্পণ করেছে। সোমবার যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মণিরামপুর আমলী আদালতে তারা আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে বিচারক গৌতম মল্লিক তা নামঞ্জুর করে তাদেরকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব।

আত্মসমার্পণকারী আসামীরা হলেন নিহতের ভাই রোকনুজ্জামান, আব্দুল হামিদ, ভাইপো আবু সোয়াইব, ভগ্নিপতি রেজাউল ইসলাম ও ভায়ের স্ত্রী নুর ভানু।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকালে পৈত্রিক ৮৭ শতক জমির বিরোধকে কেন্দ্র করে উপজেলার গোবিন্দপুর গ্রামে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের কন্যা আসমাউল হুসনা সুমি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন পুলিশ অভিযান চালিয়ে ছয় আসামীর মধ্যে নিহতের ভাইপো ইসমাইল হোসেন পারভেজকে আটক করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!