মণিরামপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, যশোরগামী ঢাকা মেট্টো-ব ১৫-০০৩৯ নম্বরধারী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন গাছের সাথে ধাক্কা খেয়ে অনেকটা দুমড়ে-মুচড়ে যায়। এসময় অনেক যাত্রী বাস থেকে লাফিয়ে পড়েন।
স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনায় বাসের চালক মিজানুর রহমানের পা বাসের গ্যাস ভোল্টের সাথে আটকে যায়। পরে হাইড্রোলিক কাটার দিয়ে গ্যাসভোল্ট কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত যাত্রীদের মধ্যে সোমা বিশ্বাস নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়া হয়। এদিকে আহত অন্যান্য যাত্রীরা বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নেয়ার কারণে তাদের পরিচয় পাওয়া যায়নি।