খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
দালালমুক্ত করতে নিজ দপ্তরেও অভিযান

মণিরামপুরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো এসিল্যান্ড খোরশেদ আলমের অন্যত্র বদলি

মণিরামপুর প্রতিনিধি

নিজ দপ্তরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালালমুক্ত করার চেষ্টাসহ মণিরামপুর উপজেলার নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী যোগদানের মাত্র ৩ মাসের মাথায় অন্যত্রে বদলি হওয়ায় চায়ের টেবিল থেকে শুরু করে সচেতন মহলে বিরুপ আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করে বলেন, ভাল কর্মকর্তারা এক দপ্তরে বেশিদিন থাকতে পারেন না।

জানা যায়, মোঃ খোরশেদ আলম চৌধুরী গত ১৩ আগষ্ট মণিরামপুর উপজেলার ভূমি দপ্তরে যোগদান করেন। আর অন্যত্রে বদলি হন চলতি মাসের ২৪ নভেম্বর। তার যোগদানের কয়েকদিন পর থেকে একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে নানা অনিয়ম-দুর্নীতির দৃশ্যপট পাল্টাতে থাকে। গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের আলোচিত মালিকানাধীন কথিত একটি পার্কসহ দু’টি সিনেমা হলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ড হাতে-নাতে ধৃত করে জেল জরিমানা করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভ্রাম্যমাণ আদালতের বিচারক খোরশেদ আলম চৌধুরীকে সাধুবাদ জানান।

এরপর তিনি তার নিজ দপ্তর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে আটকসহ দালালমুক্ত করার চেষ্টা করেন। তিনি ঘোষণা করেন জমিজমা সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী নাগরিকরা কোন দালাল অথবা প্রতারকদের কাছে যাবেন না। ভূমি অফিসে এসে নিজের কাজ নিজেরা বুঝে নিয়ে যাবেন। চলমান মহামারী করোনা পরিস্থিতির মধ্যে পৌর শহরের বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় তিনি একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এছাড়া, উপজেলার বিভিন্ন অঞ্চলে অনিয়ম-দুর্নীতির পাশাপাশি ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তিনি এলাকাবাসীর কাছে প্রসংশিত হন। এক পর্যায় তার একের পর এক অভিযানের কারণে আতংকের মধ্যে পড়েন আইন অমান্যকারী বিভিন্ন পর্যায়ের অনিয়ম-দুর্নীতিবাজরা।

এদিকে তার বদলীর খবর জানাজানি হলে বিভিন্ন চায়ের টেবিল থেকে শুরু করে সচেতন মহলে আলোচনা চাউর হয়েছে, ইতিপূর্বে যে সমস্ত দুর্নীতি-অনিয়ম স্থানে অভিযান দেখা যায়নি তিনি সেখানে অভিযান চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই মন্তব্য করে বলেন, জনগণের স্বার্থে ভাল কর্মকর্তারা বেশী দিন এক দপ্তরে থাকতে পারেন না।

মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর মাত্র ৩ মাসের মাথায় বদলির ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, স্বাভাবিক বদলির অংশ হিসেবে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি অন্যত্রে বদলি হয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!