যশোরের মণিরামপুরে যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়সহ পৃথক-পৃথক স্থানে আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে সোমবার উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগ কেক কাটার মধ্য দিয়ে পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাাদক প্রভাষক ফারুক হোসেন। উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়।
এছাড়া একই দলীয় কার্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তাবারক বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে উপস্থিত ছিলেন।
অপরদিকে, পৌর শহরের উত্তর মাথায় সরকারি পাইলট স্কুল সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অরবিন্দু হাজরার সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা তাজাম্মুল হোসাইন টিটোর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নাজমা খানম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন/এনএম