যশোরের মণিরামপুরে আলমসাধু ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে কামাল হোসেন (২৩) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাকিব হোসেন (১৮) ও আব্দুল্লাহ (৩০) নামে দু’জন। আহতদের মধ্যে আব্দুলাহর অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে নয়টায় মণিরামপুর-নেহালপুর সড়কের কালিবাড়ি দফাদারপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কামাল উপজেলার খাটুয়াডাঙা গ্রামের হযরত গাজীর ছেলে।
আহত আব্দুলাহ একই গ্রামের উজির আলী দপ্তরির ছেলে ও সাকিব কালিবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গ্রামবাসী জানায়, কামাল ও আব্দুল্লাহ পেশায় রাজমিস্ত্রি। পাঁচাকড়ি এলাকায় তারা একটি ঘরের কাজ করবেন বলে মালিকের সাথে কথা বলতে যান। পরে তারা তিনজন একটি মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে কালিবাড়ি দফাদারপাড়ায় সড়কের বাঁকে বিপরীতমুখি একটি আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান কামাল হোসেন। আব্দুলাহ ও আলমসাধু চালক সাকিব গুরুতর আহত হন।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান বলেন, রাতেই হতাহতদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়।
খুলনা গেজেট/ টি আই