মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
রাইটস যশোরের উদ্যোগে এবং সেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও আভাস এর তত্ত্বাবধানে রবিবার ২৯ নভেম্বর সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন পৌরসভার সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে মণিরামপুর পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরী সাধারণ সম্পাদক প্রভাষক নূরুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী আসীম আনন্দ দাস।
আশ্রায়নের নির্বাহী পরিচালক সুরাইয়া নার্গিসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা প্রণব ধর, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রভাষক মামুন হোসাইন, পৌর কাউন্সিলর পারভীন আক্তার, নারী নেত্রী লাভলী পারভীন, ইউপি মেম্বর রওশন আলী, রফিকুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/এ হোসেন