আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের দলীয় একক প্রার্থী সিদ্ধান্তে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জরুরি বর্ধিত সভায় ছয় জনের নাম জেলা কমিটির মাধ্যমে কেন্দ্র কমিটিতে পাঠানোর জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর আ’লীগের উদ্যোগে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রস্তাবিত ছয়জন হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বর্তমান প্যানেল মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. বশির আহম্মেদ খান।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর আ’লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা মকবুল হোসেন, মোন্তাজ বিশ্বাস, তপন কুমার পবন, বশির আহম্মেদ খান, পৌর কাউন্সিলর গোপাল মল্লিক প্রমুখ।
খুলনা গেজেট/এনএম