সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ পালন করবেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইহরাম বাঁধা অবস্থায় একটি ছবি শেয়ার করে তিনি বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সম্মানসূচক হজে যাচ্ছি।’
সৌদি আরবের দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও জানান, হজ পালনের পাশাপাশি তিনি মক্কায় হজ কনফারেন্সে অংশ নিবেন এবং ভাষণ দিবেন। যেখানে মুসলিম বিশ্বের নেতারাও অংশ নিবেন।
https://twitter.com/shoaib100mph/status/1543192420262653956?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543192420262653956%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbn.bdcrictime.com%2FE0A6AEE0A695E0A78DE0A695E0A6BEE0A79F-E0A6B9E0A69C-E0A6B8E0A6AEE0A78DE0A6AEE0A787E0A6B2E0A6A8E0A787-E0A6ADE0A6BEE0A6B7E0A6A3-E0A6A6E0A787E0A6ACE0A787E0A6A8-E0A6B6E0A78BE0A79FE0A787E0A6AC-E0A686E0A696E0A6A4E0A6BEE0A6B0
৪৬ বছর বয়সী সাবেক এই পেসার পাকিস্তানের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল-মালকিকেও ধন্যবাদ জানিয়েছেন।
শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট খেলে ২৫.৬৯ গড়ে উইকেট নিয়েছেন ১৭৮টি। এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ৭৮ রানের বিনিময়ে ১১ উইকেট। আর এক ইনিংসে সেরা বোলিং ফিগার ১১ রানের বিনিময়ে ৬ উইকেট।
Beginning this Holy Journey with @shoaib100mph.
May Allah bless us & accept our Hajj and make it Mubarak for everyone. pic.twitter.com/oqxWjedJeH— Taha Sadaqat (@TahaSadaqat) July 2, 2022
১৬৩ ওয়ানডে খেলে ২৪.৯৭ গড়ে তিনি উইকেট নিয়েছেন ২৪৭টি। তার সেরা বোলিং ফিগার ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট।
এছাড়া পাকিস্তানের জার্সি গায়ে ১৫ ম্যাচে ২২.৭৩ গড়ে তিনি ১৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ৩৮ রানে ৩ উইকেট।