সদ্যপ্রয়াত দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির নেতা বলেন, ‘আমাদের প্রিয় নেতা, অনন্য স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভাষ্যকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বরেণ্য আইনজীবী ও প্রথিতযশা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি বৃহস্পতিবার, ১৮ মার্চ ঢাকাসহ সারা দেশে শোক পালন করবে। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।’
রিজভী আরও জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে আসবে। শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এরপর নোয়াখালীতে গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমদ মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
খুলনা গেজেট/ টি আই