খুলনা বিএনপি নেতারা বলেছেন, সরকার পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে আটক রেখে, ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে। এর পরিণতি হবে ভয়াবহ। বক্তারা বলেন, বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ। আজকে আমরা কোন বাংলাদেশে আছি! এখানে ভিন্নমতের কথা বলার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছে। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে রাজপথে আন্দোলন করছে। এটাকে বিজয় পর্যন্ত চালিয়ে যেতে হবে।এই আন্দোলনে জয়ী না হলে দেশের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাসির খান, মিজানুর রহমান মিলটন, আক্কাস আলী, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. শহীদ, জাহিদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নিঘাত সীমা, ফানিজ ফাতেমা নুপুর, লুবনা আক্তার বিউটি, সুজনা জলি প্রমূখ।
খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/ এএজে