খুলনা, বাংলাদেশ | ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত; নেয়া হয়েছে রাজশাহী মেডিকেলে

ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত কলারোয়া আ’লীগের সভাপতি ও তার স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেয়ার পরও ভাইরাসে আক্রান্ত হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও তার সহধর্মিনী উপেজলা মহিলা আ’লীগ সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না।

শনিবার (১২ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন কিটসে পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। গত এপ্রিলে তারা করোনার দ্বিতীয় ডোজ নিয়ে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, এন্টিজেন কিটসে প্রাথমিকভাবে করোনা পিজিটিভ হয়েছে। তবে তাদের সংগৃহীত নমুনা সামেক হাসপাতালের পিসিরআর ল্যাবে পাঠানো হয়েছে।

আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন ও তার স্ত্রী মহিলা আ’লীগ নেতা সুরাইয়া ইয়াসমিন রতœা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সকলকে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানা।

তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার মিসেস রতœা শরীরে তাপমাত্রা বৃদ্ধি (জ্বর) অনুভব করায় চিকিৎসকের পরামর্শে কলারোয়া হাসপাতালে এন্টিজেন কিটসে পরীক্ষা করলে তাৎক্ষনিক ফলাফলে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমান পাওয়া যায়। বিষয়টি জানার পর তার স্বামী উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনও একই পরীক্ষা করালে তারও করোনা শনাক্ত হয়েছে। যদিও তার অসুস্থতা কিংবা কোন উপসর্গ নেই।

ইতিপূর্বে কলারোয়া উপজেলায় করোনা পজিটিভ শনাক্তকারী মানুষের পাশে থেকে তারা দু’জনই সহযোগীতাসহ মানসিক শক্তি জুগিয়েছেন। আক্রান্ত রাজনৈতিক এই ব্যক্তিদ্বয় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

খুলনা গেজেট/এমএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!