খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

ভোমরা স্থল বন্দরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবি’র সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আইন-শৃঙ্খলা নিয়ে বিজিবি’র এক সমন্বয় সভা বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় ভোমরা স্থলবন্দর কাস্টমস ভবনে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিব, খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ পিএসসি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল মাহমুদের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবি’র মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স,ম কাইয়ুম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পদক মাকসুদ খান, সহ-সভাপতি এজাজ আহমেদ স্বপন, ট্রাক মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ। সমন্বয় সভায় ভোমরা স্থল বন্দরের বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভোমরা স্থলবন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিজিবির সেক্টর কমান্ডার বন্দরের আইন শৃংখলা পরিস্থিতিসহ স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!