খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

ভোটের অধিকার ফিরে পেতে রাজপথে নামতে হবে : মঞ্জু 

নিজস্ব প্রতিবেদক

ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগনকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামতে হবে। বর্তমান বিনা ভোটের সরকারের অধীনে কোন নির্বাচনই অবাধ শুষ্ঠু হতে পারে না। যা বিগত সকল নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী সরকার নিজেই প্রমান করেছে। সরকার ক্ষমতায় টিকে থাকতে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে সংবিধান লংঘন করেছে। এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে গনতান্ত্রিক আন্দোলন সফল করতে হবে।

শনিবার খুলনা সিটি কর্পোরেশনের ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের সমর্থনে নির্বাচনী কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।

২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান বদরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা উপ-নির্বাচনে ৩ ওয়ার্ডের ভোটারদের বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুককে বিজয়ী করতে ভোট কেন্দ্রে যেয়ে বই প্রতীকে ভোট দেবার আহবান জানান। নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ দলের সকল পর্যায়ের নেতা-কর্মিদের সকল ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচনী মাঠে থাকার আহবান জানান।

কর্মি সভার প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈসা, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, মেজবাহ উদ্দিন মিজু, কে এম মাহবুব আলম, রোকেয়া ফারুক, মাহবুবুর রহমান লিটু, সেলিম বড় মিয়া, মেজবাউল আলম পিন্টু, ফারুক আহমেদ, কবির বিশ্বাস, কামরুল বিশ্বাস, রাজিবুল আলম বাপ্পী, মুশফিকুর রহমান অভি, ইশমত আরা কাকন, শেখ আল মামুন প্রমুখ । সূত্র : প্রেস রিলিজ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!