খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

ভোটার বাড়াতে ঐক্যের আহ্বান কাজী সালিমুল হক কামালের

গেজেট ডেস্ক 

বিএনপি নেতা মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেছেন, আমি মিথ্যা মামলায় দীর্ঘ ৭ বছর কারাবরণ করেছি। ভেবে ছিলাম আর কোনোদিন জেল থেকে মুক্ত হতে পারব না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে মুক্ত হয়ে আপনাদের সামনে এসেছি। বিগত আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে এ দলটিকে ধ্বংস করার চেষ্টা করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে জনতার বিজয় রাজনৈতিক বাস্তবতায় বেহাত হয়ে গেলেও চব্বিশে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ হতে দেওয়া যাবে না। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু দেশে এখনো তার শিকড় রয়ে গেছে। আমাদের প্রতিটি পাড়া-মহল্লা, থানা, ইউনিয়নে বিএনপি’র নেতৃত্বে সবাই আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটার বাড়াতে সবাইকে ঐক্যের আহ্বান জানান তিনি।

গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে ও মহম্মদপুর উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ফারুকুজ্জামান, আলমগীর হোসেন, খান হাসান ইমাম সুজা, পিকুল খাঁন, সাহেদ হাসান টগর, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এছাড়া উপস্তিত ছিলেন মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, মহম্মদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!