একদফা দাবিতে তিনদিনের গণসংযোগ ও একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বুধবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২১,২২, ২৩ ডিসেম্বর গণসংযোগের লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্বক সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো একই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।
এদিকে, ভোট বর্জনের জন্য জনমত গঠনের লক্ষ্যে আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর গণসংযোগ করে লিফলেট বিতরণ ও ২৪ ডিসেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বুধবার মগবাজারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি পাতানো ভাগাভাগির নির্বাচনে না যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোট বর্জনের কথাও বলেন তিনি।
খুলনা গেজেট/ টিএ