খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভোট বর্জন করে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে মানুষ: রিজভী

গেজেট ডেস্ক

নির্বাচন বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। না করলে আরও দুর্বার শান্তিপূর্ণ আন্দোলন করে ‘ডামি সরকারের’ পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি। বিএনপি এই নেতা বলেছেন, ভোট বর্জন করে দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি উদ্ভট, গণবর্জিত, প্রহসনের ভোট ডাকাতির মঞ্চায়ন দেখেছে বিশ্ববাসী। তবে শত ভয়ভীতি, নির্যাতন, প্রলোভন ও সরকারের সাঁড়াশি চাপের পরেও ভোট না দিয়ে দেশের মানুষ এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

ডামি নির্বাচনে ভোট বর্জনকারী জনতার আসল বিজয় হয়েছে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের অপদস্থমূলক লজ্জার পরাজয় হয়েছে। এই নির্বাচনের দিনটি আজীবন একটি জঘন্য কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

রুহুল কবির বলেন, ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোটের ঘোষণা দিয়েও গণভবনের চাপে আবার এক ঘণ্টা পরেই সেটা ৪০ শতাংশ এবং গতকাল সোমবার দুপুরে তা আরও বাড়িয়ে ৪১ দশমিক ৯৯ শতাংশ করা হয়। তবে পাতানো এই ডামি নির্বাচনের ফাঁদে দেশের গণতন্ত্রকামী মানুষ পা দেয়নি। তাই সারা দেশের কেন্দ্রগুলো ছিল ভোটারশূন্য।

রুহুল কবির বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গণতান্ত্রিক বিশ্ব ভোটারবিহীন একতরফা এই নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কৌলসন বলেছেন, ‘আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার’ অর্থাৎ উত্তর কোরিয়া স্টাইলের একদলীয় নির্বাচন হয়েছে।

দলমত-নির্বিশেষে সরকার পতনের আন্দোলনে দেশের জনগণকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির। তিনি বলেন, দুর্নীতিবাজ ‘ডামি সরকার’ দিয়ে দেশ চলতে পারে না। গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সর্বশেষ ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের তথ্য তুলে ধরেন রিজভী। তাঁর দাবি, এই সময়ে ১০৭ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪টি মামলায় আসামি করা হয়েছে ৩৮৬ জন নেতা-কর্মীকে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!