খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

ভৈরব সেতুর দিঘলিয়া প্রান্তের ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ (ভিডিও)

নিজস্ব প্রতি‌বেদক

ভৈরব সেতুর দিঘলিয়া প্রান্তের ক্ষতিগ্রস্ত ১৩৮ জন ভূমির মালিককে ৩৫ কোটি ৭১ লক্ষ ৮১ হাজার ৫৫৫ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দিঘলিয়া প্রান্তে সেতুর ২৫ নং পিলার সংলগ্ন সরকারি খাস জমিতে তৈরী মঞ্চে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুহান্মদ আল- আমিন, খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, সওজ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান।

ভৈরব সেতুর দিঘলিয়া প্রান্তে অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ১০ দশমিক ৩৭৬৭ একর। এরমধ্যে ১৩ নং দেবনগর মৌজায় জমির পরিমাণ ৯ দশমিক ২৮৯৯ একর এবং ১৪ নং দিঘলিয়া মৌজায় জমির পরিমাণ ১দশমিক ০৮৭০ একর। সেতুর দিঘলিয়া প্রান্তে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের সংখ্যা ৫’ শ ৫৫ জন। অধিগ্রহণকৃত ভূমির জন্য মোট প্রাক্কলিত অর্থের পরিমাণ ৭৫ কোটি ৪৯ লক্ষ ৪৩ হাজার ১১২ টাকা। আজ ক্ষতিগ্রস্ত ১৩৮ জন জমির মালিকদের মাঝে মোট প্রাক্কলিত অর্থের ৪৭ দশমিক ৩১ শতাংশ অর্থের চেক বিতরণ করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে সেতুর তদারকি সংস্থা খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অধিগ্রহণকৃত ভূমির কাগজপত্র হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!