খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে আগামীকাল বেলা ১১টায় এনসিপি’র বিক্ষোভ কর্মসূচি
  এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যায় না : আখতার হোসেন
  ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে : নাহিদ
  চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট ; শুনানি রোববার
  অনুর্ধ্ব-১৮ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুরকে ৩ উইকেটে হারিয়ে খুলনার জয়

ভেলোসিটির দারুন জয়ে বোলিংয়ে উজ্জল টাইগ্রেস জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটে-বলে দুর্দান্ত ভেলোসিটি জয় পেয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। সুপারনোভাকে ৬ উইকেটে হারিয়েছে জাহানারার দল। দলের জয়ে উজ্জ্বল ছিল জাহানারার পারফরম্যান্সও।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভেলোসিটিকে। সুষমা ভার্মা আর সনে লুসের ব্যাটে ভর করে ১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে ভেলোসিটি।

সন্ধ্যায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন চামারি আতাপাত্তু। আরেক ওপেনার প্রিয়া পুনিয়া ১১ রানে ফিরলেও আতাপাত্তু খেলেন ৪৪ রানের ইনিংস।

তবে সব ছাপিয়ে বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল জাহানারা আলমের উপর। দ্বিতীয়বারের মতো ভেলোসিটির হয়ে খেলতে যেয়ে বাজিমাৎ করেছেন এই পেসার।

প্রায় আট মাস খেলা ছাড়া কাটাতে হয়েছে জাহানারা আলমকে। করোনা মহামারির আগে নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই ছিল শেষ। দীর্ঘ বিরতি শেষে নামেন খেলতে।

লম্বা বিরতির পর যে খেলতে নেমেছেন সেটা বুঝতেই দেননি এই টাইগ্রিস পেসার। ম্যাচের দ্বিতীয় ওভারেই জাহানারার হাতে বল তুলে দেন অধিনায়ক মিতালী রাজ। প্রথম ওভার উইকেট শূন্য থাকলেও ৬ রানের বেশি দেননি জাহানারা। এরপর ইনিংসের ১০ম ওভার করতে আসলে দেন ৭ রান।

ম্যাচের ১৩তম ওভারে তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই ফেরান জায়াঙ্গিনি আতাপাত্তুকে। ৪৪ রান করা আতাপাত্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন লং-অনে। চার রান দিয়ে শেষ হয় ওভার।

চতুর্থ ওভারে সুপারনোভা শিবিরে আবারও আঘাত হানেন বাংলার বাঘিনী। ৩১ রান করা হারমনপ্রিতকে ফেরান সাজঘরে। এই ওভারে দেন ১০ রান। ৬.৭৫ ইকোনোমিতে চার ওভারে জাহানারা ২৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

গত আসরের ফাইনালেও দারুণ বোলিং করেছিলেন, নিয়েছিলেন দুটি উইকেট। এবার জাহানারা ছাড়াও বাংলাদেশের হয়ে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলছেন সালমা খাতুন। খেলছেন ট্রেইলব্লেজার্স দলে। বৃহস্পতিবার সালমাদের মুখোমুখি হবে জাহানারার দল ভেলোসিটি।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!