খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েও নির্বাচন আয়োজনের পথে মিয়ানমারের জান্তা
  সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান
  চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহত-স্টাফ সংঘর্ষ, সেবা বন্ধ
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল বিভাগে ফের শুনানি ১ জুন
  চার জেলা দিয়ে ১৩৮ জনকে পুশইন করেছে বিএসএফ

২৪ ঘণ্টায় ৩ বার ভূমিকম্পে কেঁপে উঠলো গুজরাট

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাট অঙ্গরাজ্যে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যের আম্রেলি জেলায় এই ভূকম্পন অনুভূত হয়।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১ দিনে তিনবার কেঁপে উঠলো গুজরাট।

এর আগে এদিন সকাল ৯টা ৬ মিনিটে আম্রেলি জেলায় ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ১।

এরও আগে একই দিন ভোরে সেখানে ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৪।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের (আইএসআর) এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।

তবে তিন ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া সহায়-সম্পত্তির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা কর্মকর্তারা।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!