পার্নো মিত্র। টালিগঞ্জের নায়িকা। অক্টেবরে ঢাকায় আসার কথা ছিল একটি সিনেমার দৃশ্যে ধারণে অংশ নিতে। কিন্তু আসতে পারেননি ভিসা জটিলতায় বলে জানান ডুব চলচিত্রের এ অভিনয়শিল্পী।
ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান বিডি বক্স প্রোডাকশনের ব্যানারে ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পার্নো।
অক্টোবরের শুরুর দিকে পার্নোসহ ১৫ বিদেশি অভিনয়শিল্পী–কলাকুশলীকে ঢাকায় শুটিংয়ের অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে শর্ত ছিল, ২৫ অক্টোবরের মধ্যে ঢাকায় এসে শুটিং করে যেতে হবে।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে প্রথম আলোর সঙ্গে আলাপকালে পার্নো বলেন, ‘ওটা এখন হচ্ছে না, শুটিং পিছিয়েছে ভিসার কারণে। আমি আপাতত আসছি না।’ কবে নাগাদ শুটিং হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান এখনো তাঁকে জানায়নি। তবে ডিসেম্বরের দিকে শুটিং হওয়ার সম্ভবনা আছে।
বিষয়টি নিয়ে সিনেমা প্রযোজক মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি। পরিচালনা করছেন টালিগঞ্জের নির্মাতা শিবরাম শর্মা। পার্নো মিত্র ছাড়াও বাংলাদেশের সালহা খানম নাদিয়াসহ আরও বেশ কয়েকজনের অভিনয়ের কথা রয়েছে এ সিনেমায়।
এর আগে সরকারি অনুদানে ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের শুটিং করে গেছেন পার্নো, ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর আগে ঢাকার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় কাজ করেছেন পার্নো।