খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

ভিডিও কনফারেন্সে শার্শা ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে “কমিউনিটি আই সেন্টার” উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে ৭টি বিভাগে ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার এর সাথে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত কমিউনিটি আই সেন্টারের তিনি উদ্বোধন করেন।

সোমবার সকাল ১০টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিটিউট থেকে সরাসরি শার্শা উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান, খুলনার অ্যাডিশনাল ডিআইজি জয়দেব চৌধুরী, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা ভুমি কমিশনার ফারজানা ইসলাম, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার আ. সালাম, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!