ইউটিউব চ্যানেলে ভিউ বাড়তে অভিনব ফন্দি আটলেন সাহসী এক ইউটিউবার। ভিউ বাড়ানোর জন্য ওই ইউটিউবার একটি বিমান ধ্বংস করে। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের জেল দেয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানায় মার্কিন কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।
ট্রেভর জ্যাকব নামের ওই ইউটিউবার তার নিজের এক ইঞ্জিনবাহী বিমানটি নভেম্বর মাসে উড্ডয়ন করে। পরে সেটির ধ্বংস ঘটায়।
বিমান বিধ্বস্তের দৃশ্যটি পরে ইউটিউবে ছাড়া হয়। এতে দেখা যায় বিমানটি উড্ডয়ন করার পর ট্রেভর জ্যাকব বিমান থেকে লাফিয়ে পড়ে। এরপরই বিমানটি পাহাড়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।
এ ঘটনার কয়েক সপ্তাহ পর তদন্তে নামে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সেবা বোর্ড এবং কেন্দ্রীয় এভিয়েশন প্রশাসন। তারা জ্যাকবকে বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণ করার নির্দেশ দেয়।
তবে ওই ইউটিউবার তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে সেটি সে জানে না। বিমানটির ধ্বংসাবশেষ খেঁাজার জন্য বন্ধুকে নিয়ে হেলিকপ্টারে করে ওই এলাকায় যান। কিন্তু বিমানটি তারা খুঁজে পায়নি।
তবে তদন্ত কর্মকর্তারা তদন্তে গিয়ে বিমান বিধ্বস্তের বিষয়ে সত্যতা পায়। পরে জ্যাকভের লাইসেন্স বাতিল করা হয় এবং তাকে ছয় মাসের জেল দেওয়া হয়।
এদিকে জ্যাকব সেচ্ছায় বিমান ধ্বংস করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
খুলনা গেজেট/এনএম