নিজের ভাষার প্রতি কার না ভালবাসা থাকে?? আর তা যদি হয় রক্তের বিনিময়ে কেনা। বাংলাভাষা আমাদের মাতৃভাষা ভাষা। যে ভাষার জন্য রক্ত দিয়েছিলো আমাদের ভাই রফিক, জব্বার,সালাম, বরকত। ভাষার জন্য রক্ত দিয়েছে এমন নজির পৃথিবীর ইতিহাসের বুকে নাই।
কিন্তুু আমরা কি পেরেছি সেই ভাষার মর্ষাদা সমুন্নত রাখতে। আমরা তো সারক্ষণ হিন্দি, ইংরেজি চর্চায় ব্যস্ত সময় কাঁটায়। পড়ালেখা করছি সঠিক ইংরেজি শিখার জন্য। বাংলা ইংরেজি মিলে কথা না বললে দাদা বাবু মতো ভাব আসে না। উচ্চ শিক্ষাসহ সরকারি সব জায়গায় ইংরেজি ভাষার জয়গান।
হ্যাঁ বর্তমান যুগের সাথে চলতে গেলে বিদেশি ভাষাকে গুরুত্ব দিতে হবে এটা ঠিক কিন্তুু তা যেনো কোনোভাবেই মাতৃভাষাকে কম গুরুত্বের দিয়ে না হয়। শুধু কাগজে – কলমে নয়, অন্তরে স্থান দিতে হবে বাংলাকে। সর্ব জায়গায় শুদ্ধ বাংলা ভাষার চর্চা করার ব্যবস্থা করতে হবে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার মর্ষাদা ও গুরুত্ব তুলে ধরতে হবে। মনে রাখতে হবে শিকড় ছেড়ে কান্ডকে গুরুত্ব দিলে সে গাছ বেশি দিন টেকসই হয় না । সুতরাং সব কিছুর উর্ধে মাতৃভাষা বাংলাকে ভালোবাসতে হবে।