খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

‘ভালো নেই সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ’

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো নেই। একদিকে জলবায়ু সংকটে লবণাক্ততা বৃদ্ধি অন্যদিকে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ হ্রাস পেয়েছে। এরফলে সুন্দরবনের পরিবেশগত পরিবর্তন লক্ষণীয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা হুমকির মুখে রয়েছে সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল। তাই সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।

সোমবার (২১ মার্চ) সকালে মোংলা ফরেস্ট ঘাটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রেভ ইয়ুথ গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল রক্ষার দাবীতে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

”বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” প্রতিপাদ্যে সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা কমলা সরকার, ইস্রাফিল বয়াতি, শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, ব্রেভ ইয়ুথ গ্রুপের ফাতেমা জান্নাত প্রমূখ। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা আরো বলেন বন উজাড়িকরণ এবং দখল রুখতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

এছাড়া জলবায়ু সংকটের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবী জানান বক্তারা। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন অপরিকল্পিত শিল্পায়ন, বৃক্ষ ও বন্যপ্রাণী নিধন, বিষ প্রয়োগে মাছ নিধন, পরিকল্পিত অগ্নিকান্ড,পশুর নদীতে কয়লা-তেল ভর্তি জাহাজডুবি, উপকূল এবং সুন্দরবন অঞ্চলে ওয়ানটাইম প্লাস্টিক বন্ধসহ বনবিনাশী সকল কর্মকান্ড বন্ধ করতে হবে। মানববন্ধনে মৎস্যজীবি-বনজীবি-জেলে-মাওয়ালী-বাওয়ালীসহ পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে সুন্দরবনসহ বন ও পরিবেশ রক্ষার দাবী সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন-পোস্টার দেখা যায়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!