ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান আনার পর থেকেই আত্মবিশ্বাসে টইটুম্বুর ভারতের সামরিক বাহিনীগুলো। তবে এবার সেই রাফাল ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি এসেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশের বরাতে শনিবার (২২ আগস্ট) জানিয়েছে, হরিয়ানার আম্বালায় ভারতীয় বিমানবাহিনী স্টেশনটি উড়িয়ে দেওয়ার চিঠি কর্তৃপক্ষ পেয়েছিল, যেখানে পাঁচটি রাফালে বিমানের প্রথম ব্যাচ রয়েছে।
শুক্রবার এই চিঠিটি পাঠানো হয়। কর্তৃপক্ষ কাছের থানায় একটি অভিযোগ দায়ের করেছে, একজন পুলিশ কর্মকর্তা আইএনএএসকে জানিয়েছেন। সতর্কতা হিসাবে এবং সুরক্ষা সুরক্ষার জন্য আম্বালা স্টেশনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আইএএনএসকে বলেছেন, ‘চিঠিটি একটি প্রতারণা এবং কিছু দুষ্টু-দালালদের হস্তক্ষেপ বলে প্রতীয়মান হয়েছে।’ এয়ার বেসটি ধুলকোট, বলদেব নগর, গারনালা এবং পাঞ্জোখরা এবং জাতীয় মহাসড়ক ১-এ সহ গ্রামগুলি ঘিরে রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ফ্রান্স থেকে পাঁচটি রাফায়েল জঙ্গি বিমান নিয়ে আসে ভারতীয় বিমান বাহিনী। ফ্রান্সের সাথে এক চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ডেসল্ট থেকে ২৮টি এক আসন বিশিষ্ট রাফায়েল ও ৮টি দুই আসন বিশিষ্ট রাফায়েল ক্রয় করবে। যার প্রথম পাঁচটি ভারতে পৌছে ২৯ জুলাই। (সূত্র- ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ)
খুলনা গেজেট/এআইএন