খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতের মুম্বাইয়ের কাছে ভবনধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ের কাছে একটি ভবনধসে ১০ ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনতলা ভবনটি মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকায় অবস্থিত। ভবনটি রবিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ধসে পড়ে। ধসের সময় ভবনের বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩১ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে, তারা ১১ ব্যক্তিকে উদ্ধার করেছে। এই ১১ জনের মধ্যে একটি শিশু রয়েছে। ভবনধসের পর স্থানীয় লোকজন অন্তত ২০ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। ভবনধসের পর উদ্ধার তৎপরতায় যুক্ত হয় এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, ভবনধসের ঘটনায় মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে প্রায় ২০টি পরিবার বসবাস করছিল বলে জানা গেছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!