ভারতের মণিপুর রাজ্যে সংঘর্ষে ১২ নিরাপত্তা কর্মীসহ ২৫ জনের অধিক আহত হওয়ার জেরে জরুরি অবস্থা জারির সংবাদ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় দু’পক্ষের বিরোধে দু’টি নাগা গ্রামের মধ্যে সংঘর্ষে ১২ জন নিরাপত্তা কর্মীসহ ২৫ জনের অধিক আহত। মণিপুরের তামেংলং জেলার কিছু অংশে ১৬৩ধারায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পুরাতন তামেংলং গ্রামের প্রায় ২০০০ বাসিন্দা ভূমি বিরোধের বিষয়ে ডেপুটি কমিশনার এবং এসপির কার্যালয়ের দিকে মিছিল করছিলেন। দাইলং গ্রামের বাসিন্দারা মিছিলে হামলার ফলে সংঘর্ষ শুরু হয়। পাশের গ্রামের লোকেরাও এই লড়াইয়ে যোগ দেয়। সহিংসতার সময় গণপূর্ত (পিডব্লিউডি) দর্শন বাংলোয় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে শেল ছোড়ে। পুলিশ জানিয়েছে, সহিংসতায় ১২ জন নিরাপত্তা কর্মীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের পর, জেলা সদর শহর এবং দাইলং, ডুইগাইলং এবং ওল্ড তামেংলং সীমান্তবর্তী এলাকায় বিএনএসএসের ১৬৩ ধারার অধীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।
ইম্ফলের একজন কর্মকর্তা জানিয়েছেন, তামেংলংয়ে নাগা সম্প্রদায়ের দু’টি গ্রামবাসীর মধ্যে সীমানা নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত।
খুলনা গেজেট/এমএনএস